Khoborerchokh logo

গাজীপুরের কোনাবাড়ী থেকে ৫০ পিস ইয়াবা ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১ 248 0

Khoborerchokh logo

গাজীপুরের কোনাবাড়ী থেকে ৫০ পিস ইয়াবা ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১


খবরের সময় ডেস্ক
র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১, সিপিএসসি গাজীপুর ক্যাম্পের একটি আভিযানিক দল জিএমপি, গাজীপুর কোনাবাড়ী থানাধীন জরুন সাকিনস্থ কাশিমপুর রোড মেম্বার মার্কেট কেয়া স্পিনিং গেইটের সংলগ্ন আল মামুন হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ রবিউল ইসলাম(৪২), পিতা-মোঃ ভোলা তালুকদার, মাতা-মোসাঃ সুফিয়া বেগম, সাং-সাহাপুর, থানা-গুরুদাসপুর, জেলা-নাটোর, এ/পি-সাং-হরিনাচালা, পারিজাত  (সেফালী বেগম এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-কোনাবাড়ী, জিএমপি, গাজীপুর, ২। মোঃ আব্দুল আলিম(২৯), পিতা-মোঃ আব্দুল কাদের, মাতা-মোসাঃ আলোমতি, সাং-নলসন্ধ্যা, থানা-সরিষাবাড়ী, জেলা-জামালপুর, এ/পি-সাং-জরুন পাঠানবাড়ী, কেয়া স্পিনিং এর পাশে (আতিক পাঠান এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-কোনাবাড়ী, জিএমপি, গাজীপুর, ৩। মোঃ রুবেল খান(২৮), পিতা-মৃত আবুল কালাম খান, মাতা-মোসাঃ লায়লী বেগম, সাং-নতুন ভাংগাবাড়ী, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ, এ/পি-সাং-জরুন পাঠানবাড়ী, কেয়া স্পিনিং এর পাশে (আতিক পাঠান এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-কোনাবাড়ী, জিএমপি, গাজীপুর’দেরকে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীদের দেহ তল্লাশী করে তাদের দখল হইতে সর্বমোট ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং ০৩(তিন)টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ চোরাইপথে দেশী/বিদেশী মাদক আমদানি করিয়া জিএমপি, গাজীপুর কোনাবাড়ী জরুন এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রয় করে আসিতেছিল। অবৈধভাবে মাদকদ্রব্য ইয়াবা নিজ হেফাজতে রাখিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক) ধারার অপরাধ করিয়াছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com